দেশ রক্ষায় সবাই কাজ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:14:26

দেশের চলমান সংকটে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। এরইমধ্যে এই ভাইরাস ১৯৬টি দেশে আত্মপ্রকাশ করেছে। এটি একটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এ ভাইরাসটি এভাবে ছড়িয়েছে যেটা আমাদের চিন্তার বাইরে।’

তিনি আরও বলেন, ‘তবে এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা যদি নিয়ম-কানুন এবং সরকারের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে আমরা এ জায়গা থেকে পরিত্রাণ পাব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। সরকারিভাবে ৪ এপ্রিল পর্যন্ত যে নিষেধাজ্ঞা রাখা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করুন। এতে আপনাদের সাময়িক কষ্ট হলেও, আমরা এই সংকট থেকে বের হতে পারব। এছাড়া আর কোনো উপায় নেই আমাদের।’

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন তারা সঙ্গরোধ মেনে চলুন। দেশকে রক্ষার জন্য, দেশের মানুষদের রক্ষার জন্য আমরা সবাই মিলে কাজ করব।’

এ সম্পর্কিত আরও খবর