করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য রংপুরে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। রংপুর জেলা পুলিশের উদ্যোগে গঠিত এই টিম করোনার প্রাদুর্ভাব রোধে পরিস্থিতি মনিটরিং করবে।
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা পুলিশের ১৮ সদস্য নিয়ে এ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে গঠিত কুইক রেসপন্স টিম করোনা আক্রান্তের প্রাথমিক সহযোগিতা দিতে কাজ করবে। এজন্য টিমের সদস্যদের জন্য একটি অ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি, প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে হাতে কলমে সেবাদানের পদ্ধতি ও প্রক্রিয়ার ব্যাপারে প্রশিক্ষিত করা হয়েছে।
দেশ ও মানুষের কল্যাণে পুলিশ সদস্যরা যেভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই টিমের সদস্যরা আন্তরিকতার সাথে সহযোগিতা করবে বলে জানান এসপি বিপ্লব কুমার সরকার।