ঢাকাসহ সব বিভাগীয় হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:59:14

ঢাকা ও ঢাকার বাইরের সব বিভাগীয় হাসপাতালে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সর্বশেষ পরিস্থিতি নিয়ে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এ প্রেস ব্রিফিং হয়।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় গত জানুয়ারি থেকে আমরা অনেক কার্যক্রম চালাচ্ছি। আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করছি। এ সম্প্রসারণের অংশ হিসেবে আইইডিসিআর ছাড়া আরও কয়েকটি করোনা পরীক্ষা কেন্দ্র দ্রুত চালু করা হবে আজ কিংবা আগামীকালের মধ্যে।

রাজধানীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিস ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে করোনা পরীক্ষা কেন্দ্র চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯।

 

এ সম্পর্কিত আরও খবর