করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বরিশালে সেনাবাহিনীর টহল

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-30 07:44:09

নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তা করতে বরিশালে টহল দিচ্ছে সেনাবাহিনী।

বুধবার (২৫ মার্চ) দুপুরে পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে রওয়ানা দিয়ে পথিমধ্যে বাকেরগঞ্জ উপজেলায় প্রচার-প্রচারণার অভিযান চালিয়ে বরিশাল নগরীতে পৌঁছায় সেনাবাহিনীর একটি দল।

পরে তিনটি গাড়িতে বরিশাল নগরীর সদর রোড,লঞ্চঘাট, ফজলুল হক, অ্যাভিনিউ, ব্যাপিষ্ট মিশন সড়কসহ জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে টহল দেন সেনা সদস্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল ও ধর্মীয় সকল প্রকার সমাবেশ, গণ জমায়েত বন্ধ করা, ত্রাণ কার্যক্রম পরিচালনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী টহল প্রদান করবে।

তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২৯ ধারার আইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় স্থানীয় সিভিল প্রশাসনকে সহায়তা করবে।

সেনা টহলের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে সেনাবাহিনীর ৬২ ইষ্ট বেঙ্গলের মেজর ও টহল দলের কমান্ডার রাশেদুল কবির জানান, নোভেল করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় প্রচার-প্রচারণার অভিযানসহ সিভিল প্রশাসনকে সার্বিক সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জসহ বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে শেখ হাসিনা সেনানিবাসের একটি দল।

এ সম্পর্কিত আরও খবর