করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচী নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচীর অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরে অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া।
এ সময় নির্বাহী কর্মকর্তা বলেন, বাইরে বের না হয়ে ঘরে থেকে সঙ্গরোধ করুন। ভালো থাকবেন। করোনা সংক্রমণে জীবন নিয়ে ঝুঁকির সম্ভাবনা কমে আসবে। এই বৈশ্বিক মহামারিতে সরকার জনগণের পাশে আছে।
এসময় ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা সাড়ে ১৬ কেজি ওজনের প্রতি প্যাকেটে বিভিন্ন প্রকার শুকনো খাবার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে মিঠাপুকুরের প্রত্যেকটি ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।