প্রতিবাদে উত্তাল নগরীতে সড়কে ঝরছেই প্রাণ

জেলা, জাতীয়

মনি আচার্য্য, শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-31 01:14:25

 

ঢাকা: পরিবহন ধর্মঘট ও শিক্ষার্থীদের টানা আন্দোলনে ফাঁকা নগরীর পথ-ঘাট। ছুটির দিনে ফাঁকা নগরীতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পরলেন সাইফুল। মগবাজার ওয়ারলেস মোড়ে বেপরোয়া গতি একটি বাস কেড়ে নিলো এই টগবগে এই যুবকের প্রাণ।

গণপরিবহন চালকদের বেপরোয়া গতির জন্য দুই সহপাঠীর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশ জুড়ে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। আর এই আন্দোলন যখন ৫ম দিনের মাথায় আবারও চালকের বেপরোয়া গতির কারণে প্রাণ গেল সাইফুল ইসলামের (২২)।

শুক্রবার (৩ আগস্ট) বেলা ১ টা ৩০ মিনিটের দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে এসপি লাইন পরিবহনের একটি বাস, রিকশা ও মোটরসাইকেলে মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

পরে আহত অবস্থায় সাইফুল ইসলামকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালক চাইলেই এই দুর্ঘটনা এড়াতে পারত। কিন্তু সেএই বিষয়টিকে কোনো ধরনের পাত্তা না দিয়ে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনাটি ঘটিয়েছে।

এ বিষয়ে ওয়ারলেস এলাকার স্থানীয় বাসিন্দা শিশির খান বলেন, নামাজ শেষে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখতে পাই একটি মোটরসাইকেল ফ্লাইওভার থেকে নামছে। তার পিছনেই এসপি লাইনের একটি বাস ছিল। ফ্লাইওভার নামার মুখে বাসের চালক গতি ধীর না করে সরাসরি বাইকটিকে ধাক্কায় দেয়।

তিনি ঘটনার বর্ণনা দিয়ে আরও বলেন, এতে করে বাইকটি ১০-১৫ হাত দূরে ছিটকে গিয়ে পরে। পরে বাস চালকটি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যায়। এমন পর্যায়ে নিয়ন্ত্রণহীন বাসটি একটি রিকশায় গিয়ে আঘাত করে। এতে যাত্রীসহ রিকশার চালক রাস্তায় পরে যায়। আহত অবস্থায় রিকশা চালকে ঢামেকে নেওয়া হয়।

আরেক প্রত্যক্ষদর্শী সিদ্দিক বলেন, বাস চালকটি একটু সচেতন বা নিয়ম অনুযায়ী চালালেই সাইফুল প্রাণে বেঁচে যেত। পাঁচ দিন ধরে আন্দোলন ও এত কিছু; এরপরও চালকরা ঠিক হচ্ছে না। তারা কি রাষ্ট্র থেকেও শক্তিশালী?

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ চেষ্টা করলে রামনা জোনের ডিসি মারুফের নেতৃত্বে তাদের রাস্তা থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

আর উত্তেজিত জনতার আগুন দেওয়া এসপি লাইনের বাসটিকে দ্রুত র‍্যাকার করে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলে পুলিশ।

গতকাল সন্ধ্যায়ও প্রাইভেট কারের আঘাতে ফকিরাপুলে এক পথচারীও নিহত হন। ফুটপাতের উপর দিয়ে হাঁটার সময় পিছন থেকে প্রাইভেট কারটি ওই পথচারিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সড়ক দুর্ঘটনার প্রতিবাদে আন্দোলন চলাকালে এমন দুর্ঘটনা চোখে দেখে  হতবাক সাধারণ মানুষ। তাদের মনে এখন নতুন ভয়ের সঞ্চয় হচ্ছে আসলেই কি তারা কোনো দিন নিরাপদ পরিবহন ব্যবস্থা পাবেন এই শহরে?

এ সম্পর্কিত আরও খবর