নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তা করতে ঝালকাঠিতে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে দুটি গাড়ি করে ঝালকাঠিতে পৌঁছায় সেনাবাহিনীর একটি দল।
পরে একটি গাড়ি ঝালকাঠি শহরের বাজার রোড, লঞ্চঘাট, ব্যাকমোড়, কলেজ মোড়, সাধন মোড়, চাঁদকাঠী মোড় সড়কসহ জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে টহল দেন সেনা সদস্যরা। অপর গাড়িটি ঝালকাঠির রাজাপুর উপজেলায় টহল দিচ্ছে।
ঝালকাঠি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল ও ধর্মীয় সকল প্রকার সমাবেশ, গণজমায়েত বন্ধ করা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী টহল প্রদান করবে। তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২৯ ধারার ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’এর আওতায় স্থানীয় সিভিল প্রশাসনকে সহায়তা করবে।
সেনা টহলের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। তিনি জানান, করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় প্রচার-প্রচারণার অভিযানসহ সিভিল প্রশাসনকে সার্বিক সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে শেখ হাসিনা সেনানিবাসের একটি দল।