দেশে করোনাভাইরাসে আক্রামোট ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন। এ ১১ জনের মধ্যে সাতজন এরই মধ্যে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সরাসরি অনলাইন প্রেস ব্রিফিং-এ আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। প্রেস ব্রিফিং আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
তিনি জানান, করোনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট ৪৪ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ায় বাড়ি ফিরেছেন সাতজন। আক্রান্ত বাকিদের মধ্যে কেউ কেউ নিজ নিজ বাড়িতে আইসোলেশনের আছেন। বেশিরভাগই আছেন রাষ্ট্রীয়ভাবে আইসোলেশনে।
নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ, যোগ করেন তিনি।