করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলতে ময়মনসিংহে নিয়মিত মাইকিং ও সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছে পুলিশ। তবুও অনেকেই অযথা বাইরে ঘোরাঘুরি ও আড্ডা অব্যাহত রেখেছেন। তবে এবার অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে নগরের গাঙ্গিনারপাড়, নতুন বাজারসহ কয়েকটি স্থানে নির্দেশনা না মানায় লাঠিচার্জ করে মানুষকে ঘরে যেতে বাধ্য করতে দেখা যায়। এ সময় মুখে মাস্ক না থাকায় অনেককে কান ধরে উঠবস করাতেও দেখা গেছে।
এছাড়া সদরসহ পুরো জেলায় টহল জোরদার ও মাইকিং করে ঘরে থাকতে অনুরোধ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। অপ্রয়োজনীয় দোকানপাট খোলা দেখলে তা বন্ধ করে দিচ্ছেন তারা।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, ‘আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি। মানুষকে বুঝানোর চেষ্টা করছি, সচেতন করছি। এরপরও যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে তো অবশ্যই আইন প্রয়োগের সুযোগ আছে। সেটি করব।’