করোনার নমুনা সংগ্রহের পদ্ধতি প্রসারিত হচ্ছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 23:37:41

করোনাভাইরাস সংক্রমণে নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসের নমুনা সংগ্রহের পদ্ধতি আগের থেকে আরও প্রসারিত করা হচ্ছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে লাইভে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইইডিসিআরের পরিচালক সেব্রিনা বলেন, ‘নমুনা সংগ্রহের বিষয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। তাই সবার উদ্দেশে বলতে চাই আগের থেকে প্রসারিত করেছি নমুনা সংগ্রহের পদ্ধতি। এতদিন যারা বিদেশ থেকে এসেছেন এবং বিদেশিদের সংস্পর্শে ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে আমরা নমুনা সংগ্রহ করছিলাম। অন্যদিকে যারা ঝুঁকিপূর্ণ পেশা ও বয়সের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ এবং যাদের শরীরে অনেক ঝুঁকিপূর্ণ রোগ ছিল তাদের নমুনা সংগ্রহ করেছি। এছাড়া নিউমোনিয়ার রোগীদেরও আমরা নমুনা সংগ্রহ করছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা নমুনা সংগ্রহের পদ্ধতির ক্ষেত্রে দেখেছি এভাবে নমুনা সংগ্রহ করতে গিয়ে অনেককে অনেকদিন অপেক্ষা করতে হচ্ছে। আগে আমাদের টিম গিয়ে হাসপাতালগুলো জন্য নমুনা সংগ্রহ করে আনতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে হাসপাতালগুলো নিজেই তাদের নমুনাগুলো সংগ্রহ করবে এবং আমাদের কাছে পাঠাবে।’

সেব্রিনা বলেন, ‘সাধারণ মানুষদের সচেতনতার জন্য বলছি হালকা সর্দি, কাশি হলে আপনি করোনায় আক্রান্ত এমন দুশ্চিন্তা করবেন না। আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য আইইডিসিআরের হটলাইন নম্বরগুলোসহ স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরটিতে আপনারা যোগাযোগ করুন। সেখানে আপনাদের অন্যান্য পরামর্শের পাশাপাশি এটি করোনাভাইরাস কিনা সে বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর