করোনাভাইরাস শনাক্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) করা হচ্ছে পিসিআর (পলিমেরেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব, যা পরিচালিত হবে আইইডিসিআর’র তত্ত্বাবধানে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জণ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিসিআর ল্যাবের জন্য মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। সেইসাথে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ল্যাব পরিচালনার জন্য ইতোমধ্যে চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টসহ সাপোর্টিং কর্মচারীদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে আইইডিসিআর কর্তৃপক্ষ এসে মেশিনপত্র স্থাপনসহ কিট সরবরাহ করবে।