ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়ায় বালুবোঝাই ট্রাকের ভারে ভেঙে যাওয়া ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে।
ব্রিজটির ভেঙে পড়া অংশ সংস্কার শেষে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পথচারী ও ছোট যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে জারি করা হয়েছে নিষধাজ্ঞা।
এর আগে গত বুধবার (২৫ মার্চ) রাতে ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া আঞ্চলিক সড়কের দত্তপাড়ায় বালুবোঝাই ট্রাকের ভারে ব্রিজের পাটাতন ভেঙে পড়ে। এরপর থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
আরো পড়ুন: মধ্যরাতে ঈশ্বরগঞ্জে ব্রিজ ভেঙে আটকে গেলো ট্রাক
পরে ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ও এলজিইডি কর্তৃপক্ষের সহায়তায় ব্রিজের ভাঙা অংশে চারটি স্টিলের পাত স্থাপন করে এবং অন্যান্য অংশে ইটের খোয়া ফেলে সংস্কার করা হয়।
ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, পৌরসভার উদ্যোগে ব্রিজ সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। শিগগিরিই ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।