সিলেটে পরিবহন ধর্মঘট চলছে, দুর্ভোগ চরমে

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:57:03

সিলেট: সিলেটে ২য় দিনের মতো অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। শনিবার (৪ আগস্ট) সকাল থেকে পিকেটিং করছে চালকরা। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিলেট কুমার গাঁও বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ফলে ঘরমুখী যাত্রীরা বাসস্ট্যান্ড এলাকায় ভিড় করছে। বিশেষ করে আগের দিন সিলেট শহরে আটকে থাকা লোকজন পড়েছে চরম বিপাকে। কাছাকাছি গন্তব্যে লোকজন পায়ে হেঁটে বাড়ি ছুটছে।

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি, জাঙ্গাইল, টুকের বাজার এলাকায় চালকদের পিকেটিং করতে দেখা গেছে। যেসব সিএনজি অটোরিকশা যাত্রীদের নিয়ে শহর থেকে বের হওয়ার চেষ্টা করছে তাদের আটকে দিচ্ছে চালকরা। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে লোকদের পিকেটিংয়ে বাধ্য করা হচ্ছে।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাতের বেলা দু একটি বাস দূরবর্তী জেলার উদ্দেশে ছেড়ে গেলেও সকাল থেকে কোনো গাড়ি যেতে দেখা যায়নি। হুমায়ুন রশীদ চত্বর, চন্ডিপুল পয়েন্টসহ নগরীর প্রবেশ দ্বারে পিকেটিং করছে চালকরা। সিলেট তামাবিল মহাসড়কে একই পরিস্থিতি বিরাজমান। ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

সিলেট শহর থেকে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। চালকরা তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়ায় যথাসময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না। বিদেশগামী যাত্রীরাও চরম বিপাকে পড়েছে।

সিলেট সদর উপজেলা চামাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সায়রা বেগম জানান, বিদ্যালয়ে পৌঁছাতে তাকে তিনটি গাড়ি পরিবর্তন করতে হয়েছে। চালকরা মারমুখী হওয়ার কারণে তার সঙ্গে থাকা অপর শিক্ষকরা অনেকেই ভীতসন্ত্রস্ত ছিলেন। তিনি বলেন, এর একটা সমাধান হওয়া উচিত।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীর স্বজনরা পড়েছে চরম বিপাকে। নারী-পুরুষ অনেককেই পায়ে হেঁটে যেতে দেখা যায়। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে আসা রোগীর স্বজনদেরও একই অবস্থা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ জানান, তাদের কোনো ধর্মঘট কর্মসূচি নেই। চালকরা ভয় পেয়ে গাড়ি রাস্তায় বের করছেন না।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের সচেতনতামূলক নানামুখী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। গাড়ি চলাচল বিষয়ে আলোচনা চলছে। নিশ্চয়ই এর একটি সমাধান আসবে।

এ সম্পর্কিত আরও খবর