প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচটি কক্ষে ২০ শয্যার একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
স্থানীয় উপজলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আইসোলেশন ইউনিটটি খোলা হয়৷
বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
তিনি জানান, সরকারের নির্দেশে উপজেলা হাসপাতালের একটি ভবনে পাঁচটি বেডের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছিল। এরপর করোনার প্রার্দুভাবের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন ও হাসপাতালের উদ্যোগে গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০ বেডের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
বিশেষ প্রয়োজন হলে রোগীরা প্রাথমিকভাবে এখানে চিকিৎসাসেবা নিতে পারবেন বলে জানান ডা. বখতিয়ার আল মামুন।