মসিকের উদ্যোগে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 14:22:00

চিকিৎসকদের সুরক্ষায় ও করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে ১৫০টি ব্যক্তিগত পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও ৮০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম খানের হাতে ১০০টি পিপিই ও ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার এবং সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলমের হাতে ৩০০টি হ্যান্ড স্যানিটাইজার ও ৫০টি পিপিই তুলে দেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, ‘যারা (চিকিৎসক) সবার সুরক্ষার কাজে নিয়োজিত তাদের সুরক্ষিত রাখা সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ, তারা অসুস্থ হলে আমাদের সকলের চিকিৎসা ঝুঁকিতে পড়বে।’

এ সময় চলমান সাধারণ ছুটিতে যারা ঢাকা থেকে এসেছেন তাদের সবাইকে সঙ্গরোধে থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন মেয়র।

এ সম্পর্কিত আরও খবর