যাত্রাবাড়ি-সায়েদাবাদে শ্রমিকদের অবরোধ, গাড়ি চলাচলে বাধা

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:26:17

রাজধানীর অভ্যন্তরীণ রুটগুলোতে শনিবারও (৪ আগস্ট) কোনো যাত্রীবাহী বাস চলছে না। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রমিকদের ধর্মঘটে সড়কে কোনো গণপরিবহন চলছে না। এমনকি রিকশা, অটোরিকশাসহ সাধারণ পরিবহনগুলো চলতেও বাধা দিচ্ছে শ্রমিকরা।

শনিবার (০৪ আগস্ট) সকাল থেকে যাত্রাবাড়ি ও সায়েদাবাদে দল বেধে অবস্থান নেন গণপরিবহন শ্রমিকরা।

বেলা ১১টায় মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান গামি গাড়িগুলো আটকে দেয় তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বেলা সাড়ে ১১টায় তাদের সরিয়ে দেয়। তবে তারা সায়েদাবাদ ও যাত্রবাড়িতে গাড়ি চলাচলে বাধা দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বার্তা২৪.কমকে বলেন, কোন অ্যাকসিডেন্ট হইলেই আমগো দোষ। মানুষ যে উল্টাপাল্টাভাবে রাস্তা পার অয়, অইডায় কোন দোষ নাই। দোষ সবারই আছে। কিন্তু চাপ দেয় খালি অামগো। নিশ্চিন্তে রাস্তায় গাড়ি চালাইতে না পারলে আর রাস্তায় গাড়ি নামুম না।

এ সম্পর্কিত আরও খবর