সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পাচ্ছে না নতুন কোন দল

জেলা, জাতীয়

ইসমাঈল হোসাইন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 05:43:16

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানিয়েছে, নিবন্ধনের জন্যে আবেদন করা দলগুলোর মধ্যে যাচাই বাছাই শেষে  বাংলাদেশ কংগ্রেস ও গণআজাদী লীগের আবেদন আমলে নিয়ে মাঠপর্যায়ে খোঁজ নেয় ইসি। কিন্তু নিবন্ধন শর্ত অনুযায়ী মাঠপর্যায়ে যে পরিমাণ অফিস থাকার কথা, দলটির সে পরিমাণ অফিস খুঁজে পায়নি ইসি কর্মকর্তারা। খোঁজ নেয়া শেষে এ বিষয়ে কমিশনের নথি প্রস্তুত করে সংশ্লিষ্ট শাখা। আর তাতে শর্ত পূরণ না হওয়ায় দল দুটিকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান বার্তা২৪.কমকে বলেন, নিবন্ধন পেতে যেসব শর্ত পালন করা প্রয়োজন তা করতে না পারায় বাংলাদেশ কংগ্রেস ও গণআজাদী লীগ এ দুই দলকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে ৭৩ টি দলকে একই ভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা নিবন্ধন যোগ্য নয়।

গত বছরের ৩০ অক্টোবর নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের শেষদিন ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭৫টি দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করে। আবেদনের  প্রেক্ষিতে ইসি কর্তৃক নিবন্ধনের শর্ত অনুযায়ী দলগুলোর সঠিক কাগজপত্র/ দলিলাদী যাচাই-বাছাই করা হয়।

ইসির প্রাথমিক বাছাইয়ে ১৯টি দলের আবেদন বাতিল করা হয়। বাকি ৫৫ দলকে কাগজপত্র ঠিক করে দেয়ার জন্য ১৫ দিন সময় দেয় ইসি। এ পর্যায়ে আরও নয়টি দলের আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৪৭টি দলের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪৫টি দলকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়। বাকি দুটি দল বাংলাদেশ কংগ্রেসও গণআজাদী লীগের আবেদন আমলে নেয় ইসি। কিন্তু তারাও শর্ত পালন না করতে পারায় দল দুটির আবেদন  এখন বাতিল করার সিদ্ধান্ত নিল ইসি।

দল দু’টির উপজেলা ও জেলা পর্যায়ে তাদের যে অফিস থাকার কথা বলেছে সেগুলো আছে কিনা এবং এর সঙ্গে ভোটারদের সমর্থনের যে তালিকা যুক্ত করা হয় সেসব বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নেয় ইসি। খোঁজ নিয়ে মাঠপর্যায়ে শর্ত অনুযায়ী অফিস পায়নি ইসি।

এ সম্পর্কিত আরও খবর