নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে র‍্যাব ডিজির আহ্বান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-10 14:42:50

চলতি করোনা সঙ্কটের সময় নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করে তিনি এ আহ্বান জানান।

র‍্যাব মহাপরিচালকের ফেসবুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

''বৈশ্বিক মহামারিতে এখন সবাই ঘরে আছেন অথবা অন্য সবাইকে ঘরে থাকতে বলছেন । যারা বুঝেও মানছেন না কিংবা না বুঝে বাইরে যাচ্ছেন তাদের ঘরে পাঠাতে রাষ্ট্র এবং সমাজ তৎপর।

কিন্তু যারা স্বল্প আয়ের, নিম্ন আয়ের, দিন মজুর, রিকশাওয়ালা, ফেরিওয়ালা, দিন আনে দিন খায় সেই সব মানুষ তাদের জন্য ঘরে থাকা মানে পরিবারসহ অনাহার থাকা। আবার সারাদিন ঘরের বাইরে থেকেও জনশূন্য রাস্তায় নিজেদের আহারের সুরাহা দুরূহ।

সুরক্ষা সামগ্রীর পাশাপাশি তাদের  ক্ষুধা নিরসন জরুরি ।

গতকাল সন্ধ্যায় বাসার সামনে দারাতেই এক রিকশাওয়ালা রাইড দিতে চাইলো। বললাম প্রয়োজন নাই। জিজ্ঞাসা করলাম আজ কত আয় করেছ। উত্তর শিফট শেষ। রাস্তায় মানুষ নেই। কিন্তু জমার টাকার অর্ধেক আয় হয়নি। আমি আমার মতো তাকে সাহায্য করেছি।

আসুন সরকারের পাশাপাশি আমরা সবাই আমাদের সাধ্যমতো এইসব ভাইবোনদের পাশে দ্বারাই।''

এ সম্পর্কিত আরও খবর