কোথাও ফাঁকা, কোথাও তীব্র যানজট

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 05:38:48

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও গণপরিবহন চলাচল না করায় শনিবার (০৪ আগস্ট) রাজধানী অধিকাংশ সড়ক ফাঁকা দেখা গেছে। আবার ভিন্ন চিত্র দেখা গেছে অনেক সড়কে। তীব্র যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে গাড়িগুলোকে। এসব সড়কে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। অনেকটা ফাঁকা রাস্তায় রিকশাও চলছে।

রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, মতিঝিল, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎসভবন ও কাকরাইল সড়ক ঘুরে কোন গাড়ির চাপ দেখা যায়নি। ফলে এসব সড়কে সুনসান নিরবতা লক্ষ্য করা গেছে। তবে শাহাবাগের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও সিগনাল পার হতে পারছে না যানবাহনগুলো। আর এসব সড়কগুলোতে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র পরীক্ষা করছেন।

করওয়ানবাজারে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সামিউল ইসলাম জানান, ফার্মগেটে শিক্ষার্থীরা অবরোধ করেছে শুনলাম, তাই হয়ত এতো গাড়িগুলো সামনে যেতে পারছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি যানজট নিয়ন্ত্রণের।

গত রোববার ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্রছাত্রী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে সড়কে গাড়ির নিরাপত্তার দাবিতে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা।

এ সম্পর্কিত আরও খবর