‘আমি একজন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমার কিছু সার্জিক্যাল মাস্ক দরকার। প্লিজ হেল্প করেন।’
মাস্ক চেয়ে এভাবেই মিনতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মমেক হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার বিমল কুমার সাহা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে ‘ময়মনসিংহ হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এমন স্ট্যাটাস দেন তিনি। যেখানে তিন ঘণ্টায় ১৬ শ’র অধিক রিয়েকশন ও ১৭০ টি কমেন্ট পড়েছে।
ডা. বিমল কুমারের ওই পোস্টের কমেন্ট বক্সে আব্দুল্লাহ আল-মাসুদ নামের একজন লিখেছেন, ‘বাহ, কি সোনার বাংলায় বসবাস করি। ডাক্তাররাও নাকি সার্জক্যাল মাস্ক এর জন্য অনলাইনে হাত পাতে। স্বাস্থ্যখাত এর মন্ত্রীরা কী করে বুঝি না।’
এমন মন্তব্যে আরিফুর রহমান রাহাত নামের আরেক চিকিৎসক রিপ্লাই দিয়েছেন, ‘তাহলেই বোঝেন যারা আমরা চিকিৎসা দেই, আমরাই কতোটা ভুক্তভোগী...!!!’
জুবায়ের আহমেদ নামের আরেকজন মন্তব্য করেছেন ‘ ডাক্তাররা যখন সার্জিক্যাল মাস্ক খুঁজে! দুঃখজনক’!
দেশে কোনো সরকার আছে কী না এমন প্রশ্ন রেখে মোস্তফা কামাল নামে একজন লিখেছেন, ‘সংবাদটি কার কেমন লেগেছে, জানিনা। তবে, বিষয়টি সত্য হলে,সহযোগিতা করা উচিৎ- এমন আহ্বান জানিয়ে মীর মুস্তফা নামের আরেক ব্যক্তি লিখেছেন, ‘দয়া করে অযথা বাজে মন্তব্য করবেন না। আশাকরি, এই হেল্পলাইন কারোর ক্ষতি করেনি। যদি করেই থাকে, তবে, ব্যক্তিগতভাবে আমি ক্ষমাপ্রার্থী। এই মানবতার ফেরিওয়ালাদের উৎসাহিত করি, ভুল হলে সংশোধন করি, কাঁদা ছোড়াছুড়ি না করে। আজ থেকে বলি, সম্ভব হলে সাধ্যের মধ্যে সহযোগিতা করবো, ট্রল নয়।’
স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ডা. বিমল কুমার সাহা বলেন, ‘এক লেয়ারের কাপড়ের মাস্ক দিয়েছে হাসপাতাল থেকে, যেটাতে আসলে প্রটেকশান হয় না। আমার কাছে মাস্ক আছে মাত্র দুইটি, সেগুলোই ঘুরে-ফিরে ব্যবহার করছি। কোথাও মাস্কও পাচ্ছি না।’