গাজীপুরে ট্রাকের চাপায় নিহত ১  

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-06-07 09:45:07

ঢাকা: গাজীপুরে বড়বাড়ি এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারজানা আক্তার মিম নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

শনিবার ( ৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিম সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

জয়দেবপুর থানার ডিউটি অফিসার রেহানা আক্তার বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

রেহানা জানান, মিম রিকশা থেকে নামার পরপরই পিছন থেকে ট্রাক তাকে চাপা দেয়। পরে উত্তেজিত জনতা ট্রাকের ড্রাইভারকে ধরে গণপিটুনি দেয়, ঘটনাস্থলে চালক ও নিহত হয়।

প্রাথমিক অবস্থায় চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর