করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের চলাচল সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) থেকেই প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে বলেও জানা গেছে৷
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গনপরিবহন ,অন্যান্য যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় এ বাস সার্ভিসের আওতায় দুইটি বাস চিকিৎসক ও নার্সদের সময় মতো কর্মস্থলে পৌঁছে দেবে।
বাস সার্ভিসের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বার্তা২৪.কম-কে জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার লক্ষ্যে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীদের যাতায়াতের সুবিধার্থে এ বাস সার্ভিস চালু করা হয়েছে।
জনস্বার্থে এমন আরও উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করা হবে বলেও জানান এই জেলা প্রশাসক।