আ.লীগ অফিসে হামলা করেছে ‘রাজনৈতিক দুর্বৃত্তরা’: কাদের

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:00:35

ঢাকা: নিরাপদ সড়ক চাই আন্দোলনে অনুপ্রবেশ করে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে রাজনৈতিক দৃর্বত্তরা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ আগস্ট) দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফেইক আইডি কার্ড ও স্কুল ইউনিফর্ম নিয়ে কোমলমতি শিশুদের অরাজনৈতিক আন্দোলনে নোংরা রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। অফিসে যে পাথর মারা হয়েছে তা দেখে আমি বুঝে নিয়েছি এটা শিক্ষার্থীরা না, বিএনপি ও জামায়াতের কাজ। তারা পাথর নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের অফিসের দিকে তেড়ে আসছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। যারা দেশকে অশান্ত করতে চায়।

কাদের বলেন, এ দেশের একমাত্র অশান্তি বিএনপি। এই বিএনপি নেতা আন্দোলনকে উসকানি দিচ্ছে। পাথরের নমুনা দেখে বলতে পারি এ হামলা পূর্বপরিকল্পিত। 

এর আগে আড়াইটায় কয়েকজন যুবক রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা চালায় বলে জানা প্রত্যক্ষদর্শীরা। এরপরেই ওই এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীকে মারার গুজবে সাইন্সল্যাব এলাকা থেকে কিছু শিক্ষার্থী আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে ছুটে যায়। কার্যালয়কে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। এসময় কার্যালয় থেকে নেতাকর্মীরা বের হয়ে তাদের আটকানোর চেষ্টা করে। এতে আরও বিক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়তে থাকে। দেড় ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 

এ সম্পর্কিত আরও খবর