সিলেটে জীবাণুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী

সিলেট, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-31 16:52:37

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেট নগরে জীবাণুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী। রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে সেনা সদস্যরা নগরের জিন্দা বাজার, চৌহাট্টা, আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় রাস্তা, বন্ধ থাকা দোকানপাট ও সড়কে চলাচলকারী গাড়িতে জীবাণুনাশক স্প্রে করে।

এর আগে গত ২৪ মার্চ সারাদেশের মতো সিলেটেও সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে নামে সেনাবাহিনী।

সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রোববার রাত পর্যন্ত সিলেট জেলার ৭ উপজেলা ও সিলেট নগরে সেনা সদস্যরা টহল দিবেন। উপজেলা পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ আর নগরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন সেনা সদস্যদের সঙ্গে।

সেনাবাহিনীর এক সদস্য জানান, সেনা সদস্যরা কোনো জায়গায় যাতে ৫-৭ জন জড়ো হতে পারে সেই বিষয়ে নজর রাখছে। এছাড়া সাধারণ মানুষদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া) মেজবাহ উদ্দিন বলেন, সকাল ৯টা থেকেই সিলেটে সেনাবাহিনী টহল শুরু করেছে। সবাই যেনও নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে এ বিষয়ে কাজ করছেন সেনা সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর