‘অযথা কেউ বাইরে ঘোরাফেরা করবেন না, বিশেষ প্রয়োজনে কেউ যদি বের হন তাহলে মাস্ক ব্যবহার করবেন, করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলেন’ এভাবেই করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় মাইকিং করছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান।
রোববার (২৯ মার্চ) সকালে নগরের শম্ভুগঞ্জ মোড়ে ঘণ্টাব্যাপী সচেতনতামূলক এমন প্রচারণা চালান তিনি।
বিভিন্ন স্পটে রাখা সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়ে এসপি বলেন, ‘করোনা সংক্রমণে বাংলাদেশের মানুষ হুমকির মুখে রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিকভাবে মানলেই করোনা প্রতিরোধ সম্ভব।’
সরকারের সকল নির্দেশনা মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য চালকদের আহ্বান জানান তিনি। কেউ আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ট্রাফিক সার্জেন্ট সালমান খান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ প্রমুখ।