করোনা প্রতিরোধে সাভারে জীবাণুনাশক স্প্রে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-21 07:12:09

করোনা প্রতিরোধে সাভারে জীবাণুনাশক স্প্রে করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। পাশাপাশি স্থানীয়দের সচেতনও করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভার উপজেলা চত্বর থেকে প্রথমে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়। পরে বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই জীবাণুনাশক স্প্রে করা হয়।

সিডিসির সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।

পারভেজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। করোনা রোধে সবাই মিলে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর