করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশের মত ময়মনসিংহেও চলছে অঘোষিত লকডাউন। সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছে মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে নগরের ৩০টি স্থানে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনূর রহমান। এসময় তাদের মাঝে মসিকের সচেতনতামূলক লিফলেট, সাবান, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়।
শাহীনূর রহমান বলেন, ‘করোনাভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ। হঠাৎ কর্মহীন হয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। এ সময়টাতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে সাধ্যমত এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। আমরা মসিক মেয়র ইকরামুল হক টিটুর সহযোগিতায় প্রতিটি পরিবারকে তিন দিনের খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে। পাশাপাশি তাদের সচেতনও করা হয়েছে।’