ময়মনসিংহে জেএমবি'র চার সদস্য আটক

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ময়মনসিংহ | 2023-09-01 04:56:01

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে চার জঙ্গিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। র‌্যাবের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।

আটককৃতরা হল- শরিফ মিয়া (১৮), আইয়ুব আলী (২৫), নজরুল ইসলাম (৫৫) ও এরশাদ আলী (২৩)। তারা সবাই মুক্তাগাছার উপজেলার বাসিন্দা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৯ মার্চ) সকাল ৬ টার দিকে র‌্যাব-১৪'র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিন্নাকুড়ি গ্রামের বিন্নাকুড়ি দাখিল মাদ্রাসার ভবনের পাশে পরিত্যক্ত টিনের ঘরের ভিতর গোপন বৈঠক চলার সময় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় জিহাদী বই ও লিফলেটসহ ওই চারজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি'র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। 

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ সম্পর্কিত আরও খবর