বরিশালে ত্রাণ পেলেন কর্মহীন ৫০ হিজড়া

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-09-01 08:12:15

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় ৫০ জন হিজড়াকে ত্রাণের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায় নগরীর অফিসার্স ক্লাব চত্বরে হিজড়াদের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

ত্রাণ নিয়ে ফিরছেন হিজড়ারা, ছবি: বার্তা২৪.কম

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দেওয়া সহায়তা থেকে ৫০ জন হিজড়াকে ১০ কেজি করে চাল, দুই কেজি করে ডাল, পাঁচ কেজি করে আলু, একটি করে সাবান ও দুইটি করে মাক্স দেওয়া হয়।

হিজড়াদের ত্রাণ দেওয়া হয়, ছবি: বার্তা২৪.কম

এসময় সহকারী কমিশনার (ভূমি) সদর মো. মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর