করোনার প্রাদুর্ভাবের কারণে বরিশালের ঐতিহ্যবাহী দূর্গাসাগর দীঘিতে পুণ্যস্নান (স্নানোৎসব) স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পহেলা এপ্রিল বাংলা চৈত্র মাসের অশোকা অষ্টমী তিথিতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দীঘিতে পুণ্যস্নান স্থগিতের ঘোষণা দেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
জানা গেছে, প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে দূর্গাসাগর দিঘি।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে স্নান করে পাপ থেকে মুক্তির আশায় প্রতি বছর দূর্গাসাগরে আসেন বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বীরা। তারা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা, অর্চণা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপ মুক্তির বাসনার স্নান সমাপ্ত করেন।
জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পুণ্যার্থীরা প্রায় দুইশ’ বছরের বেশি সময় ধরে দূর্গাসাগরে স্নানোৎসবে অংশ নিয়ে আসছেন।
এবার জনস্বার্থে দেশে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ স্থগিতের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।