হতদরিদ্র, নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন।
উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের ঘরে রাখতে এ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হয়।
এ ব্যাপারে ইউএনও মমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতন মানুষের মতো কর্মহীন মানুষও যেন সঙ্গরোধে থাকে, এজন্য তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অনেক দিনমজুর, অসহায় শ্রমজীবী মানুষ রুটিরুজির তাগিদে বাইরে বের হচ্ছেন। আমরা তাদের ঘরে ফিরিয়ে নিতে কার্যক্রম শুরু করেছি। গাড়ি নিয়ে খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সঙ্গে খুশি কর্মহীন অসহায় দুঃস্থ মানুষরাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই দিনে রাতে বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় ডাক দিচ্ছেন। দুয়ারে এলেই দেওয়া হচ্ছে খাবার। মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থানে ১শ’ ২০ জন হতদরিদ্র ক্ষুধার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় প্রাণঘাতী করোনার প্রভাবে দেশে সৃষ্ট দুর্যোগে উপজেলার বিভিন্ন প্রশাসনিক দফতর, চিকিৎসক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বৃত্তবানরা এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউএনও মমিন।
তিনি বলেন, সরকার আপনাদের পাশে আছে। বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। আপনারা ঘর থেকে বের হবেন না। পর্যাপ্ত খাবার আছে, পর্যায়ক্রমে সবখানে খাবার বিতরণ করা হবে।