অল্প সময়ে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার সক্ষমতা বেড়েছে। শিগগিরই সারাদেশে ২৮টি প্রতিষ্ঠানে করোনার পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাবিবুর রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
ডা. হাবিবুর রহমান বলেন, অল্প সময়ে দেশে কোভিড-১৯ পরীক্ষার সক্ষমতা বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকায় সাতটি ও ঢাকার বাইরে তিনটি স্থানে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ৫ এপ্রিলের মধ্যে ঢাকার ভিতরে আরও তিনটি ও ঢাকার বাহিরে পাঁচটি স্থানে পরীক্ষার ব্যবস্থা করা হবে। ২০ এপ্রিলের ভিতরে ঢাকার ভিতরে ৪টি ও ঢাকার বাহিরে ৬টিসহ সর্বমোট ২৮টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করতে সামর্থ্য হব।
সঙ্গরোধ প্রসঙ্গে তিনি বলেন, যারা ১৪ দিন কোয়ারেন্টাইন (সঙ্গরোধ) সম্পূর্ণ করেছেন তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করতে দিন। আমাদের কাছে অভিযোগ এসেছে তাদেরকে আবারও কোয়ারেন্টাইনে বাধ্য করা হচ্ছে।
তিনি অনুরোধ জানিয়ে বলেন, শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তাদেরকে কোয়ারেন্টাইনে বাধ্য করা হচ্ছে। তারাও আমার-আপনার মতো সাধারণ মানুষ। অনুরোধ করছি তাদেরকে সাধারণভাবে জীবন-যাপন করতে দিন।
আরও পড়ুন: দেশে করোনায় আরও ২ জন আক্রান্ত