খাদ্যসামগ্রী পেয়ে খুশি বেদেবস্তির বাসিন্দারা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 22:49:05

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ ব্রিজের পাশে ভাসমান বেদে বস্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। আর এ খাদ্যসামগ্রী পেয়ে ভীষণ খুশি গরীব-অসহায় বেদে সম্প্রদায়ের এ মানুষগুলো।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বেদে বস্তির ভাসমান ঝুপড়ি ঘরে গিয়ে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল তুলে দেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। জেলা পুলিশের রেশন ও নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তাসামগ্রী দেয়া হয়।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, এ মানুষগুলো প্রতিদিন উপার্জন করে পরিবারের জীবিকা নির্বাহ করে। করোনা ভাইরাসের সংক্রমণে সবকিছু থমকে যাওয়ায় ওদের জীবনও এখন অচল হয়ে পড়েছে। তাই এই মানুষগুলোর পাশেও আমাদের সকলের দাঁড়াতে হবে।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবীর, জয়িতা শিল্পী, আল আমীন, কোতোয়ালী থানার (ওসি) মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর