গুরুতর আহত এপি'র সাংবাদিক ল‍্যাবএইডে ভর্তি

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 13:48:23

গুরুতর আহত অবস্থায় রাজধানীর ল‍্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে এ‍্যাসোসিয়েটেড প্রেস (এপি)'র ক‍্যামেরাপারসন এ এম আহাদকে।

রোববার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে দায়িত্বরত অবস্থায় তার উপর একদল যুবক হামলা চালায়। হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।

এ সময় তার অন্য সাংবাদিক সহকর্মীরা ল‍্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। তবে ক‍্যামেরা, মোবাইল ভেঙে ফেলা হয়েছে এমনকি লাইসেন্স কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে।

এপি আরেক সংবাদকর্মী জুলহাস আলম জানান, আহাদের মাথাসহ শরীরের নানা অংশে সিরিয়াস আঘাত লেগেছে বলে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসাপাতাল নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, আহাদ লাইন্সল্যাবে আন্দোলনের ছবি তুলছিল। এ সময় ছাত্রলীগের কর্মীরা তার উপর চড়াও হয়।    

এ সম্পর্কিত আরও খবর