যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী মাঠে থাকবে: সেনাপ্রধান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 03:40:42

চলমান করোনা পরিস্থিতিতে যতদিন প্রয়োজন হবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (০১ এপ্রিল) বেলা পৌনে ১২টায় সচিবালয়ে করোনার কারণে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

মাঠ পর্যায়ে সেনাবাহিনী কতদিন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন। সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহনী থাকবে। এটা তো সরকার নির্ধারণ করবে। সরকার যেদিন বলবে আমরা চলে আসব।

বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট সচিবগন, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর