করোনায় নতুন আক্রান্ত তিনজন, মোট ৫৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 09:42:14

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।

অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে লাইভ ভিডিও কনফারেন্সে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় লাইভ ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে দেশে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ জন।

জাহিদ মালেক আরও বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হচ্ছে। বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আরো হাসাপাতাল আমরা তৈরি করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে।

এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর