করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত ল্যাবের কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ল্যাবটির কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।
এরমধ্য দিয়ে ঢাকার বাইরে প্রথম রাজশাহীতে করোনা পরীক্ষার ল্যাব চালু করা হলো। কার্যক্রম শুরু দিনে ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে নিয়েছেন চিকিৎসকরা। যার মধ্যে ৪টি নমুনা বগুড়া জেলা থেকে এসেছে। অপরটি রাজশাহীতে আইসোলেশনে থাকা একজন যুবকের।
রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘ঢাকা থেকে টেকনিশিয়ানদের দুইটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছেন। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) আরপি পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হয়। ওই দিনে আমরা ২৪০টি কিট পেয়েছি। যা নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এই ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।’
তিনি আরো বলেন, সবাইকে বিভাগ ভাগ করে দেওয়া হয়েছে। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সময় লাগবে ৮ থেকে ১২ ঘণ্টা।
রামেক’র ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা-গুল-নাহার বলেন, ‘করোনা টিমের লোকজনের প্রশিক্ষণ হয়ে গেছে। এখানে প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট।’
রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. বুলবুল হাসান বলেন, ‘সবকিছু ঠিক রেখে ল্যাবটি চালু হয়েছে। আমাদের কাছে কিট ছাড়াও ৪ হাজার ৪০০ পিপিই ২ হাজার ২৭৫ গগোজ (নিরাপত্তা চশমা), ২০ হাজার মাস্ক, ২৫ হাজার ক্যাপ ও ২৫ হাজার গ্লোভস মজুত রয়েছে। প্রয়োজন হলে আরও আনা হবে। মাইক্রোবাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে।’