করোনাভাইরাস রোধে দিল্লিতে ৭৩ জন বাংলাদেশি তাবলিগ জামাতের সদস্য ভারতীয় কর্তৃপক্ষ দ্বারা সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে এ ৭৩ জনকে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোট সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি বাংলাদেশি তাবলীগের কর্মীরা কোথায় রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ভারতে আটকে পড়া প্রায় ১০০০ বাংলাদেশিকে ফেরত আনার পরিকল্পনা করা হচ্ছে। তাদের নিজস্ব ব্যয়ে এ ব্যবস্থা করা হবে।