রাস্তার মোড়ে আড্ডা দেওয়ায় ৮ যুবককে জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-30 08:11:29

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জরুরি প্রয়োজন ছাড়া চলাচল ও রাস্তার মোড়ে বসে আড্ডা দেওয়ায় আট যুবককে ১ হাজার ৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।

তিনি বার্তা২৪.কমকে বলেন, সামাজিক দূরত্ব ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সার্বক্ষণিক রাস্তাঘাটে চলাচল মনিটরিং করছে প্রশাসন। সে প্রেক্ষিতেই ঘরে অবস্থান নিশ্চিত করতে সকালে উপজেলার বিভিন্ন রাস্তায় ও বাজারে অভিযান চালানো হয়। এসময় নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি ও আড্ডা দেয়ার অপরাধে আটজনের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

 

এ সম্পর্কিত আরও খবর