করোনাভাইরাস পরিস্থিতিতে ময়মনসিংহে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জিলা মোটর মালিক সমিতির মহাসচিব ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে নগরের মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের অন্তর্ভুক্ত ৩৫০ জন মোটরযান শ্রমিককে ৯ কেজি পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক বাবু সোমনাথ সাহাসহ মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।