র‍্যাবের নাম ব্যবহার করে গুজব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:52:11

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর অফিসিয়াল প্যাড ব্যবহার করে কিছু সতর্কতামূলক বার্তা দিয়ে গুজব ছড়িয়েছে একটি মহল বলে জানিয়েছে র‍্যাব সদরদফতর।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে র‍্যাব সদরদফতর থেকে এই গুজবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সদরদফতর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে র‍্যাব এর পক্ষ থেকে সতর্কতামূলক পোষ্ট হিসেবে জনগণের কাছে খুব অল্প সময়ের মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেটি সম্পূর্ণ একটি গুজব। আপনারা এই ধরনের গুজবে বিশ্বাস এবং শেয়ার করা থেকে বিরত থাকুন।

র‍্যাব ফোর্সেস এই ধরনের কোনো সতর্কবার্তা জনগনকে প্রদান করে নাই। গুজব হতে সাবধান হোন, অন্যকে সাবধান থাকতে সাহায্য করবেন। তথ্য যাচাই করুন, মিথ্যে রুখে সত্য জানুন।
    
    
    

এ সম্পর্কিত আরও খবর