'শুধু জানাবেন সাহায্যের প্রয়োজন, পৌঁছে যাবে পুলিশ'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:24:37

সংবাদ করতে হবে না শুধু আমাকে জানাবেন। আমার দায়িত্বের মধ্যে কোনো জায়গাতে মানুষের সাহায্যের প্রয়োজন। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পৌঁছে যাবে। পুলিশের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়ানো হবে। কাউকে ফিরিয়ে দেওয়া হবে না।

বার্তা২৪.কমকে এমনটাই জানিয়েছেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এর আগে রংপুরের পীরগাছায় সেই মালতী রানীকে ত্রাণ দিয়েছেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টায় তার প্রতিনিধি হিসেবে পীরগাছা থানার ওসি কান্দি কাবিলাপাড়া গ্রামে মালতী রাণীর বাড়িতে ত্রাণ পৌঁছে দেন।

বৃহস্পতিবার বার্তা২৪.কমে সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না কাইও শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সংবাদটি দৃষ্টি আকর্ষণ করে রংপুরের এসপি বিপ্লব কুমার সরকারের।

ওইদিনই রাত সাড়ে দশটার দিকে বার্তা২৪.কমের ঢাকা অফিসে ফোন করেন এই এসপি। মালতী রানীকে সাহায্য করতে চান বলে জানান। আর তখনই তিনি পীরগাছা থানা পুলিশকে মালতী রানীকে সাহায্যের জন্য নির্দেশ দেন।

রাতেই পীরগাছা থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে থানা পুলিশ মালতী রাণীর বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন এসআই রেজাউল করিম রেজা ও এএসআই মাসুদার রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর