বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংকটের সময় রাজধানীর হাসপাতাল ও ক্লিনিকে অনুপস্থিত হওয়া ডাক্তারদের তালিকা করছে জাতীয় ভোক্তা অধিকার।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাসপাতাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সোনালী দফতরের সহকারী পরিচালক মো আব্দুল জব্বার মন্ডল।
তিনি বার্তা২৪.কমকে বলেন, জাতীয় ভোক্তা অধিকার সোনালী দপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর তত্ত্বাবধানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের সেবা প্রদান কার্যক্রম তদারকি করা হচ্ছে।
বিশেষ করে সর্দি জ্বর কাশি- এমন রোগীদের ভর্তি করা হচ্ছে কিনা। এসব রোগীদের যথাযথভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে কিনা তার খোঁজ নেওয়া হচ্ছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তারদের উপস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা নিয়মিত হাসপাতাল-ক্লিনিকে আসছেন কিনা-এসব খোঁজখবর নেওয়া হচ্ছে । একই সাথে যে সব ডাক্তার নিয়মিত হাসপাতাল-ক্লিনিকে আসছেন না তাদের অনুপস্থিতির তালিকা চাওয়া হয়েছে।