করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও রোজগার কমে আসা নিম্নআয়ের মানুষদের কথা চিন্তা করে ১০ টাকা কেজি দরে রাজধানীতে ন্যায্যমূল্যে (ওএমএস) চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। প্রথমদিনেই, ৩ টন বা ৩০০০ কেজি চাল ৬০০ মানুষের মাঝে বিক্রি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকে মিরপুর রূপনগর ও মহাখালী ৭ তলা বস্তিতে ওএমএস চাল বিক্রি শুরু হয়।
মঙ্গলবার ৭ এপ্রিল থেকে রাজধানীর আরো ২০ টি পয়েন্টে এ চাল বিক্রি করা হবে। এছাড়া বিশেষ মহানগরী, বিভাগ এবং জেলার পৌরসভাগুলোতেও ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে বলে খাদ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
এ সময় খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, ৭ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মোবাস্বের চৌধুরীর উপস্থিতিতে রূপনগর থানা পুলিশের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।