হামার পেট কি খায় না!

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-23 09:39:14

উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে গত ১৩ দিন ধরে বন্ধ রয়েছে পঞ্চগড়ের হোটেল-রেস্টুরেন্ট। এ কারণে বেকার হয়ে পড়েছেন জেলার শত শত হোটেল শ্রমিক।

কর্মহীন এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের নিরব-২ হোটেলের সামনে অনাহারে ও অর্ধাহারে দিন কাটানো শ্রমিকরা পেট দেখিয়ে বিক্ষোভ করেছেন।

পঞ্চগড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন জানায়, শুধু জেলা শহরে প্রায় ৮৫০ জন হোটেল শ্রমিক রয়েছেন। ৫ উপজেলায় রয়েছে আরো প্রায় কয়েক শতাধিক শ্রমিক। সব হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ১৩ দিন ধরে কোন প্রকার সহায়তা পাননি জেলার হোটেল শ্রমিকরা।

হোটেল শ্রমিক আয়নুল হক বলেন, হামরা কি মানুষ না হয়? হামার পেট কি খায় না? হামরা পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।

পঞ্চগড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, পঞ্চগড়ের হোটেল শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। আমাদের কেউ কোন সহযোগিতা করছে না, আমরা যার কাছে যাচ্ছি তারাই অন্য কাউকে দেখিয়ে দিচ্ছেন। আমরা এখন কার কাছে যাব?

এ সম্পর্কিত আরও খবর