ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) নতুন ও পুরাতন জোন ৮ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
রোববার (৫ এপ্রিল) রাতে ডিইপিজেডের জিএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে বলেন, সারা দেশে ৮টি ইপিজেডের সবগুলো সাধারণ ছুটি ঘোষণা করেছে বেপজা কর্তৃপক্ষ। তবে ডিইপিজেড এর প্রায় ৭০টি কারখানা আজও খোলা ছিলো।
জানা যায়, পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ডিইপিজেড সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য বেপজার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
এদিকে ছুটি পাওয়া শ্রমিকদের নিজ নিজ বাসায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার হোসেন।