নারায়ণগঞ্জে অযথা রাস্তায় বের হলেই পিটুনি

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-25 04:36:11

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলার ৩টি থানায় (নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ) আগ্রাসী ভূমিকায় মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন।

রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা তথ্য অফিসার সিরাজউদ্দৌলা খান জানান, জেলা প্রশাসকের নির্দেশ নগরীর চাষাঢ়া, ২নং রেলগেট, কালীরবাজার, খানপুরসহ বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করা হয়েছে। মাইকিং এর মাধ্যমে আমরা জানাচ্ছি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হলে পিটুনি ও জেল-জরিমানার মত কঠোর পদক্ষেপ হাতে নেওয়া হবে।

এ বিষয়ে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, করোনা মোকাবিলায় কাল সকাল থেকে প্রশাসন জিরো টলারেন্স ভূমিকায় মাঠে থাকবেন। ঘরের বাইরে কাউকে বের হতে দেওয়া হবে না। বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ জেলার ৩টি থানায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী সড়কে টহল দিবে। মানুষকে বাড়িতে রাখতে আমরা সর্বোচ্চ পর্যন্ত যাবো।

বৈঠকটি জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, র‍্যাব ১১ এর সিও লেফট্যানেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার, সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ মোত্তাকিম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, মেজর সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান, র‍্যাব ১১ এর কালিরবাজার ক্যাম্প ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর