মাঝ নদীতে দস্যুতা, চলে তরমুজ ছিনতাই

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-26 01:30:59

পটুয়াখালীতে একদল বখাটের কাছে জিম্মি তরমুজ চাষিরা। তরমুজের ন্যায্য দাম পেতে যখন এই হাট থেকে ওই হাটে দৌড়ঝাঁপ করছেন ঠিক সেই সময়েই পটুয়াখালীর লোহালিয়া নদীতে একদল বখাটের কবলে পড়তে হচ্ছে তাদের। মাঝ নদীতে ওই বখাটেরা দস্যুতা চালিয়ে তরমুজ ছিনতাই করছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালীর লোহালিয়া নদীর খেয়া ঘাট থেকে নির্মাণাধীন লোহালিয়া ব্রিজ এলাকা পর্যন্ত চলে এই তাণ্ডব।

পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাটের ট্রলার ব্যবহার করে শহরের কাঠপট্টি ও কলেজ রোড এলাকার বখাটে যুবকরা এই তরমুজ ছিনতাই চক্র গড়ে তুলেছে বলে জানান স্থানীয়রা।

ট্রলারে করে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ চাষিদের থামিয়ে তাদের ইচ্ছে মতো তরমুজ নামিয়ে রাখে।

তবে মাঝ নদীতে এই তাণ্ডব চলার পুরো বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনী কিংবা প্রশাসনের কাছে একেবারেই অদৃশ্য।

চাষিদের বাঁচাতে ও তাণ্ডব বন্ধে এখনই উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের।

এ বিষয়টি পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসানকে অবহিত করলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সম্পর্কিত আরও খবর