নাটোরে গ্রাম পুলিশের শরীর ঝলসে দিলেন চা বিক্রেতা!

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-18 14:22:31

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে দোকান বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়ে সাজেদুল ইসলাম (৪৫) নামে গ্রাম পুলিশ সদস্যের পিঠে গরম পানি ঢেলে দিয়েছেন এক চা বিক্রেতা। এতে ওই পুলিশের পিঠের কিছু অংশ ঝলসে যায়। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৮) নামের ওই চা দোকানিকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

সোমবার(৬ এপ্রিল) দুপুরে রাকিবুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস কবির।

ইলিয়াস কবির জানান, গতকাল রোববার বিকেলে সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে নির্দেশ অমান্য করে চা বিক্রি করছিলেন দোকানদার রাকিবুল। দোকান খোলা দেখে রাকিবুলকে চা বিক্রি বন্ধ করতে অনুরোধ করেন গ্রাম পুলিশ সাজেদুল ইসলাম। রাকিবুল দোকান বন্ধ না করে উল্টো তর্কে জড়ান। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশের পিঠে গরম পানি ছুঁড়ে দেন। ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়ে যান রাকিবুল।

আজ সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর