প্রয়োজন ছাড়া ফাঁকা ঢাকায় ঘোরাঘুরি করার অপরাধে ২৪ জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে কোনো কারণ ছাড়া প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার অপরাধে ২৪ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সারওয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, সরকারের নির্দেশনা মেনে কারণ ছাড়া যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। অভিযানে আমরা দেখেছি অনেকে প্রযোজন ছাড়া গাড়ি নিয়ে ফাঁকা ঢাকায় ঘোরাঘুরি করছে। অনেকে আবার এমনি এমনি রাস্তায় বের হয়েছেন। এই অপরাধে ২৪ জনকে সাড়ে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।